২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

কলম্বোতে থেমেছে বৃষ্টি

- Advertisement -

এশিয়া কাপের ফাইনালে ভারতশ্রীলঙ্কা ম্যাচে টসের পর পরই হানা দিয়েছে বৃষ্টি। রবিবার ৩:৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও, আপাতত নেই। বাংলাদেশ সময় বিকেল ৪:১০ এ মাঠে গড়াবে ম্যাচটি।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ভারতের একাদশে ফিরেছেন বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর ও হার্দিক পান্ডিয়া। এছাড়া এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে শানাকার দল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফাইনাল থেকে ছিটকে গেছেন স্পিনার মাহিশ থিকসানা। তার বদলে জায়গা পেয়েছেন দুশান হেমন্থ।

টুর্নামেন্টে এর আগে ১১ বার ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে সবশেষ আসরসহ মোট ৬টি শিরোপা জিতেছে তারা। অন্যদিকে এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। ১০ বার ফাইনাল খেলে ৭ বার শিরোপা জিতেছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ নম্বরটি জয়ের লক্ষ্যে মাঠে নামবে রোহিত শর্মার দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img