২৭ জুলাই ২০২৪, শনিবার

কলম্বোতে বৃষ্টি, টস হতে দেরি

- Advertisement -

এশিয়া কাপে শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যকার অঘোষিত সেমিফাইনালে হানা দিয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার ৩:৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিলো। স্বাভাবিকভাবে তার আধা ঘন্টা আগে অর্থ্যাৎ ৩টায় হওয়ার কথা ছিলো টস। কিন্তু কলম্বোতে গুড়িগুড়ি বৃষ্ট হওয়ার কারণে এখনো টস হয়নি। খেলা শুরু হতেও হচ্ছে দেরি।

বাংলাদেশ সময় ৩টায় কলম্বোতে কালো মেঘে চারপাশ অন্ধকার হয়ে আসায় এবং আবারও বৃষ্টি শুরু হওয়ায় ঢেকে দেওয়া হয় উইকেট। এরপর ৩:১৫-৩:৩০ মিনিটের মধ্যে টস, খেলা শুরু হওয়ার কথা ছিলো ৩:৪৫ মিনিটে। তার আগে আবারও বৃষ্টি ও অন্ধকার নেমে আসায় ফ্লাড লাইট জ্বালানো হয়েছে এবং সেই সাথে পুরো আউটফিল্ড কভার দিয়ে ঢাকা রয়েছে।

শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে। তবে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে বাবর আজমের দল। নেট রানরেটে এগিয়ে থেকে ফাইনালে খেলবে দাসুন শানাকা-দুনিথ ভেল্লালাগেরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img