রবিবার বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচটি ২৪.১ ওভার হওয়ার পর আর মাঠে গড়ায়নি। টুর্নামেন্টের ফাইনাল ছাড়া একমাত্র এই ম্যাচেই রিজার্ভ ডে থাকার কারণে একদিন পর সোমবার হবে খেলা। কলম্বোতে এদিন সকালে বৃষ্টি হলেও দুপুরে দেখা গিয়েছে রোদ।
রবিবার আর. প্রেমাদাসা স্টেডিয়ামে কখনো মুষলধারে বা কখনো হালকা বৃষ্টি হয়েছে। অবস্থা এমন যে, মাঠ কর্মীদের অভিনব কায়দায় শুকানোর চেষ্টা করার পরও খেলার জন্য উপযুক্ত করা যায়নি মাঠ। যেখান থেকে খেলা শেষ হয়েছে সোমবার ঠিক সেখানে থেকেই শুরু হবে খেলা। দুপুরে কলম্বোতে রোদ উঠেছে, ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত প্রেমাদাসাও।
তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও বেশি। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে সম্ভাবনা ৮৯ শতাংশ। ওয়েদারডটকমের পূর্বাভাস বলছে, স্থানীয় সময় বেলা ৩টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের নিচে নামবে না।
এর আগে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। সমর্থকরা মিস করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দ্বৈরথ। বৃষ্টির কারণে যদি এদিনও খেলা না হয় তাহলে পয়েন্ট ভাগাভাগি করে নেবে দুই দল। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানো বাবর আজমের দলের পয়েন্ট হবে ৩।