এফএ কাপের তৃতীয় রাউন্ডে ম্যাচে উইগানের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে গোল দুটি করেছেন দিয়েগো দালোত ও ব্রুনো ফার্নান্দেজ। এই জয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে এরিক টেন হাগ দল।
তৃতীয় বিভাগের দল উইগানের বিপক্ষে ইউনাইটেডের জয় রীতিমত স্বস্তির। বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া আলেহান্দ্রো গার্নাচো-মার্কাস রাশফোডরা বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে, এমনকি লিগ কাপ থেকেও ছিটকে গেছেন। প্রিমিয়ার লিগেও ধুঁকছে। এমন অবস্থায় উইগানের বিপক্ষে জয়ে খুশি টেন হাগ।
ম্যাচ শেষে ম্যানইউ কোচ বলেন, “এফএ কাপে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই, এটা নকআউট। আপনি কাজটা শেষ করতে চাইবেন। এটাই আমি ড্রেসিংরুমে বলেছি, কাজটা করতে পেরেছি”
উইগানের বিপক্ষে ম্যাচে তুলনামূলক ভালো খেলেছে ব্রুনো ফার্নান্দেজরা। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরী করলেও দুটির বেশি করতে পারেনি ম্যানইউ। তা নিয়ে টেন হাগের অস্বস্তি থাকলেও শেষ পর্যন্ত খেলোয়াড়রা মনোযোগ ধরে রাখায় খুশি তিনি।
টেন হাগ বলেছেন, “প্রথমার্ধে আমার মনে হয় আমরা ৫-৬টি ভালো সুযোগ তৈরি করেছিলাম। আমার মনে হয়, আমরা ভালো ফুটবল খেলেছি। আমাদের আরও গোল করা উচিত ছিল, যদি আপনি গোল না করেন, আপনার মনোযোগ ঠিক রাখতে হবে এবং আমরা মনে হয় সেটা করেছি”