১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

কাতার কি যেতে পারবেন জেমি ডে !

- Advertisement -

বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে সপ্তাহখানেক ধরে দোহায় প্রস্তুতি সারছে বাংলাদেশ ফুটবল দল। অথচ, হেড কোচ জেমি ডে’ ঢাকার চার তারকা হোটেলের চার দেয়ালে বন্দী। একবার দুইবার নয় চার চারবার করোনা পরীক্ষায় পজিটিভ এই ইংলিশ ওস্তাদ। প্রশ্ন এসেই যায় চৌঠা ডিসেম্বর কাতার-বাংলাদেশ লড়াইয়ে ডাগআউটে কি দেখা যাবে এই মাস্টার মশাইকে?

বুধবার চতুর্থবারের মতো স্যাম্পল দেন জেমি, বৃহস্পতিবার সকালেই জানা যায় এবারের পরীক্ষাতেও খুশির খবর নেই। রবিবারের টেস্টটা হবে জেমির শেষ সুযোগ, করোনা নেগেটিভ হলেই উড়াল দেবেন কাতারে। সংক্ষিপ্ত কোয়ারেন্টিন সেরে যোগ দেবেন দলের সঙ্গে।

জেমি’র অনুপস্থিতিতে ফুটবলারদের নিয়ে পরিকল্পনা করছেন সহকারী কোচ ওয়াটকিস। বুধবার দোহায় প্রথম প্রস্তুতি ম্যাচে কাতার আর্মি দলের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৩-২ গোলে। মূল লড়াইয়ের আগে শনিবার আরো একবার ম্যাচ প্র্যাকটিস সারবেন জামাল,জীবনরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img