১৬ অক্টোবর ২০২৪, বুধবার

বাংলাদেশকে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে ভারত

- Advertisement -

আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের সবুজ মাঠে গড়াবে বাংলাদেশ এবং ভারত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ইতিমধ্যে কানপুরে পৌঁছেছে দুই দল। সিরিজ শুরুর আগেই দ্বিতীয় টেস্ট ও গোয়ালিয়রে দুই দলের টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামে ভারতের একটি ধর্মীয় সংগঠন। গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় আগুন জ্বালিয়ে করা হয়েছে প্রতিবাদ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলকে তিন স্তরের নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছেন কানপুরের পুলিশ কমিশনার হরিশ চন্দ্র।

হরিশ চন্দ্র বলেছেন, “হোটেল থেকে মাঠ পর্যন্ত দুই দলকে তিন স্তরের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অ্যান্টি–টেররিজম স্কোয়াডকে (এটিএস) দেওয়া হয়েছে। পুলিশ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সতর্ক। এই ম্যাচের জন্য কঠিন নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। আমরা গোয়েন্দা সংস্থার কাছ থেকেও তথ্য নিচ্ছি। কেউ প্রতিবাদের চেষ্টা করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে বুধবার কানপুর গ্রিনপার্ক স্টেডিয়ামের আশেপাশে সরেজমিন কোনো বিক্ষোভ দেখা যায়নি। প্রতিটি গেটে ছিল পুলিশের সতর্ক অবস্থান। এছাড়া কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বাংলাদেশ দলের অনুশীলনেও।

অপরদিকে ম্যাচ শুরুর দিনদুয়েক আগেই কানপুরে স্টেডিয়ামকে নিয়ে নতুন শঙ্কা ভারতের উত্তর প্রদেশের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি)। কানপুর স্টেডিয়ামের গ্যালারির একটি স্ট্যান্ডকে বিপজ্জনক ঘোষণা করেছে সংস্থাটি। কর্মকর্তাদের ধারণা, গ্যালারির বেলকনি ‘সি’ অংশে লোক সমাগম হলে পুরো জায়গাটি ধসে পড়তে পারে। এমনকি বৃষ্টি শঙ্কা ও বৈরী আবহাওয়ার মাঝে গ্যালারির ওই অংশ বরাবর থাকা ফ্লাডলাইন ব্যবহার করা যাবে কি না তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

আগামী ১ অক্টোবর শেষ হতে যাওয়া টেস্ট সিরিজের পর ভারতের বিপক্ষে তিনটি টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। যার প্রথমটি হবে গোয়ালিয়রে, আগামী ৬ অক্টোবর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেরর বাকি দুটি অনুষ্ঠিত হবে দিল্লি ও হায়দরাবাদে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img