ভেজা আউটফিল্ড এবং আলোক স্বল্পতার কারণে পরিত্যক্ত হয়েছে কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও। তৃতীয় দিনে এসে সকাল থেকে কয়েকদফা মাঠ পরিদর্শন করেন আম্পায়ররা। ভেজা আউটফিল্ডের পাশাপাশি আলোক স্বল্পতার কারণে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়ররা।
কানপুরে রবিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও হয়নি বৃষ্টি। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে মধ্যাহ্ন বিরতরি আগে আর বল মাঠে গড়ায়নি। দিনের দুই সেশন নির্ধারিত সময়ে শুরু না হলে দুইবার খেলা শুরু হওয়ার সময় পেছান আম্পায়াররা। সকাল সাড়ে ১২টায় জানানো হয় প্রথম সেশনের খেলা মাঠে গড়াবে না। এরপর দুপুর আড়াইটার দিকে তৃতীয় দফা মাঠ পরিদর্শনের পর কোনো বল মাঠে গড়ানোর আগেই খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
দুই দলের খেলোয়াড়েরা আজও হোটেল থেকে মাঠে আসেননি। দুই দলকেই জানানো হয়েছে আউটফিল্ড ভেজা থাকায়ই খেলা শুরু করা যাচ্ছে না।
এর আগে টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ১০৭ রান। ১৩ বলে ৬ রান করে মুশফিকুর রহিম ও ৮১ বলে ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল। পরে দ্বিতীয় দিনের খেলার পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে।