অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলকে আইনি নোটিশ পাঠিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। কামরানের ইউটিউব চ্যানেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বাধীন দলের পারফর্ম্যান্স সম্পর্কে ‘মানহানিকর, মিথ্যা এবং আপত্তিকর’ মন্তব্যের জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন রমিজ।

অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত বিশ্বকাপের বিভিন্ন সময় ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, মিসবাহ-উল-হক, শোয়েব আখতারের মতো গ্রেটসহ দেশটির আরও অনেক সাবেক ক্রিকেটার বাবরের দল নিয়ে ব্যাপকভাবে সমালোচনা করেছেন। বিশেষ করে সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচে ভারত আর জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর দুয়োধ্বনি শুনতে হয়েছে পিসিবি চেয়ারম্যান এবং জাতীয় দলের খেলোয়াড়দের।
অবশ্য, কামরানের ঠিক কোন মন্তব্য পিসিবি প্রধানকে আঘাত করেছে তা স্পষ্ট নয়। এ প্রসঙ্গে একটি সূত্র পিটিআইকে জানায়, “আমি ঠিক জানি না তারা কামরানের বিরুদ্ধে কী অভিযোগ করেছে, তবে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কারণ চেয়ারম্যান মনে করেন, কামরান তার সম্পর্কে মিডিয়াতে মানহানিকর, মিথ্যা এবং আপত্তিকর মন্তব্য করেছেন।”
ধারণা করা হচ্ছে, এমন আইনি নোটিশ পাঠানো হতে পারে আরও বেশ কিছু সাবেক খেলোয়াড়দের; যাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে এবং দলের পারফরম্যান্সের সমালোচনা করার সময় সীমা অতিক্রম করেছে।
“তাদের মধ্যে কেউ কেউ দল, ম্যানেজমেন্ট, বোর্ড এবং চেয়ারম্যানের সমালোচনা করার সময় স্পষ্টভাবেই সীমা অতিক্রম করেছে এবং রমিজ স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আর পাকিস্তান ক্রিকেটকে অবমাননা বা অপমান করা এমন কাউকে সহ্য করবেন না”- সূত্রটি আরও জানিয়েছে