১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

কামিন্সকে পাশে পাচ্ছেন খাজা, আইসিসিকে ধুয়ে দিলেন হোল্ডিং

- Advertisement -

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে লড়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে ‘প্রত্যেক জীবন সমান’ লেখা সংবলিত জুতা পড়ে খেলতে চেয়েছিলেন কিন্তু আইসিসির বাধায় তা না হলেও কালো আর্মব্যান্ড পড়ে নেমেছিলেন তিনি। যার কারণে আইসিসি তাকে তিরস্কার করেছেন। তারপরও দমে যাননি তিনি। বক্সিং ডে টেস্টে শান্তির প্রতীক পায়রার ছবি সংবলিত জুতা পড়ে খেলার জন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিলেন। সেই অনুমতিও মেলেনি তার। যার কারণে আইসিসির প্রতি ক্ষোভ ঝেড়েছেন মাইকেল হোল্ডিং।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক ফাস্ট বোলার ও ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং

দ্য অস্ট্রেলিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে হোল্ডিং বলেন, “আমি খাজাকে নিয়ে উদ্ভূত গোলমালের ব্যাপারটি অনুসরণ করছি। আইসিসির অবস্থানে বিস্মিত হয়েছি, তা ঠিক বলতে পারছি না। অন্য বেশির ভাগ সংস্থা, যারা নিজেদের মনোভাব নিয়ে একটু ধারাবাহিকতার আভাস দেখিয়েছে, তারা এমন করলেও আমি বিস্মিত হতাম। তবে তাদের (আইসিসি) ক্ষেত্রে নয়। তারা আরেকবার তাদের ভণ্ডামি এবং সংস্থা হিসেবে নৈতিক কোনো অবস্থানের ঘাটতির ব্যাপারটি দেখাল”

তিনি আরও যোগ করেন, “আইসিসির নিয়ম বলে, ‘রাজনৈতিক, ধর্মীয়, বর্ণের কোনো আন্দোলনের কোনো বার্তা দেওয়া যাবে না। তাহলে বিএলএমের (ব্ল্যাক লাইভস ম্যাটার) সময় কীভাবে মানুষকে হাঁটু গেড়ে সংহতি জানানোর অনুমতি দেওয়া হলো? কীভাবে স্টাম্প এলজিবিটিকিউয়ের রঙে ঢেকে দেওয়া হলো?”

ফিলিস্তিন ইস্যুতে প্যাট কামিন্সকে পাশে পাচ্ছেন উসমান খাজা

এদিকে খাজার পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেন, “আমরা সত্যিই উজির (খাজা) পাশে আছি। নিজের বিশ্বাসের পক্ষে অবস্থান নিয়েছে সে এবং সেটা বেশ সম্মানজনকভাবেই তুলে ধরেছে। অবশ্যই প্রতিটি জীবনই সমান মূল্যবান এবং এখানে আক্রমণাত্মক কিছু আছে বলে আমার মনে হয় না। এই পায়রা নিয়েও একই কথা বলব আমি। উজি, এমনই… যেভাবে সে সবকিছু তুলে ধরেছে, অবশ্যই মাথা উঁচু রাখতে পারে সে। তবে আইন তো আইনই এবং আইসিসি বলেছে যে, তারা অনুমতি দিচ্ছে না। তারাই আইন তৈরি করে এবং তা মেনে নিতেই হবে আমাদের”

আগামীকাল (মঙ্গলবার) পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। পার্থ টেস্ট জিতে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img