২৭ জুলাই ২০২৪, শনিবার

কামিন্স দৃঢ়তার পর স্মিথ-লাবুশেইন ভীত, বিপাকে ভারত

- Advertisement -

বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ভারতকে পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া, তবে দ্বিতীয় টেস্টে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফররতরা। সিডনি টেস্টে আবার অস্ট্রেলিয়ার দাপট, প্রথম ইনিংসে স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেইনের ব্যাটে তিনশোর গন্ডি পেরোয় টিম পেইনের দল, নিজেদের দ্বিতীয় ইনিংসে আবার সেই স্মিথ-লাবুশেইন, মাঝে ভারতের বোলারদের উপর চড়াও হয়েছেন কামিন্স-হ্যাজেলউডরা।

সিডনিতে টেস্টের তৃতীয় দিনে অজি পেসারদের সামনে নাকাল হয়েছে রাহানের ভারত। ম্যাচে দুইটা অর্ধশতক, একটা ওপেনার শুবমান গিল এবং অন্যটা চেত্বশ্বর পূজরার। দুজনেই আউট হয়েছেন সমান পঞ্চাশ করে। প্যাট কামিন্স নিয়েছেন ৪ উইকেট, ভারতীয় দলের তিন ব্যাটার ফিরেছেন রান আউট হয়ে।

৯৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরুতেই অভিষিক্ত পুকোভস্কির উইকেট হারায় অস্ট্রেলিয়া, দ্রুত ফিরেছেন ডেভিড ওয়ার্নার। তবে দিনের বাকিটা সময় ঠিকঠাক কাটিয়ে দিয়েছেন স্মিথ-লাবুশেইন, দুজনে মিলে এখন পর্যন্ত যোগ করেছেন ৬৮ রান।

সংক্ষিপ্ত স্কোর:

 অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৩৮

 ভারত ১ম ইনিংস: ২৪৪ (১০০.৪ ওভার) (গিল ৫০, পুজারা ৫০; কামিন্স ২১.৪-১০-২৯-৪, হেজেলউড ২১-১০-৪৩-২)।

অস্ট্রেলিয়া ২য় ইনিংস:  ১০৩/২ (২৯ ওভার) (লাবুশেন ৪৭*, স্মিথ ২৯*; সিরাজ ৮-২-২০-১, অশ্বিন ৬-০-২৮-১)।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img