টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা ভালো না গেলেও টেস্টের লিটন দাস বজায় রেখেছেন পারফরম্যান্সের ধারাবাহিকতা। কিউইদের বিপক্ষে নিজের প্রথম অর্ধশতক তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এর আগে ওয়েলিংটনে ২০১৯ সালে করেছিলেন সর্বোচ্চ ৩৩ রান। অর্ধশতক করার পথে লিটন খেলেছেন ৯৩ বল, ব্যাট থেকে এসেছে ছয় বাউন্ডারি।
তৃতীয় দিনের শুরুতেই প্যাভিলিয়নে মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম। আগের দিনের ৭০ রানের সাথে জয় যোগ করতে পেরেছেন ৮ রান, ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হওয়ার আগে মুশফিকের সংগ্রহ ১২। শুরুতেই দুই উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে, ঠিক তখন ব্যাট হাতে অধিনায়ক মুমিনুল হকের সাথে লিটনের অবিচ্ছেদ্য ১০৩* রানের জুটি।
এই প্রতিবেদন লিখা অব্দি টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৩০৭ রান। অধিনায়ক অপরাজিত আছেন ৬০* রানে।