১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

কিছু ম্যাচ খারাপ খেলেছে মানে নাঈম খারাপ খেলোয়াড় না: রাজ্জাক

- Advertisement -

এশিয়া কাপে বাংলাদেশের প্রতিটি ম্যাচেই খেলেছেন মোহাম্মদ নাঈম শেখ। চার ইনিংসে শুরুটা ভালো করেও বড় রান করতে পারেননি বাঁহাতি ওপেনার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে সমালোচনাও কম হয়নি। এশিয়া কাপে ভালো না করতে পারলেও নাঈম খারাপ খেলোয়াড় না বলে মনে করেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, “কিছু ম্যাচ খারাপ খেলেছে মানেই ও খারাপ খেলোয়াড় না। নাঈমের আগের রেকর্ড ভালো। প্রিমিয়ার লিগে ভালো সময় কাটিয়েছে। এই মূহুর্তে আমরা যেমন আশা করছি হয়তো তেমন করতে পারছে না। তার মানে এই না যে ও খারাপ খেলোয়াড়। মিডিয়া সমালোচনা করবেই, তাদের কাজই এটা। বুঝলে এটা করার কথা না। তবে কেউ যদি জেনে বুঝে করে তাদেরকে আমার কিছু বলার নেই। একটা লিমিটেশনের মধ্যে থেকে সমালোচনা করা ভালো

কয়েক ম্যাচ খারাপ খেলেছে বলে নাঈম খারাপ খেলোয়াড় বলে মনে করেন না রাজ্জাক

পারিবারিক কারণে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরা মুশফিকুর রহিম দলের সাথে যোগ দেবেন কিনা তা নিয়ে ছিলো শঙ্কা। তবে শেষ ম্যাচের আগেই উইকেট কিপার এই ব্যাটার দলের সাথে যোগ দেবেন বলে জানিয়েছেন রাজ্জাক।

“শেষ ম্যাচের আগে মুশফিক অবশ্যই দলের সাথে যোগ দেবেন”- রাজ্জাক

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এর আগে ১৩ তারিখ সাকিব আল হাসানের সাথেই শ্রীলঙ্কায় ফিরবেন মুশফিক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img