অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন কিডনির জটিল রোগে আক্রান্ত। ছোটবেলা থেকেই এ রোগের সাথে লড়াই করে ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন অজি অলরাউন্ডার।
গ্রিন জন্মের পরেই তার কিডনির রোগটি ধরা পড়ে কিন্তু কোনো উপসর্গ ছিল না। সে সময় ডাক্তার তার পরিবারকে জানিয়েছিল ১২ বছরের বেশি বাঁচবেন না গ্রিন। তবে রোগের সাথে লড়াই করে এখনো খেলে যাচ্ছেন অজি অলরাউন্ডার।
গ্রিন বলেন, “যখন আমি জন্মগ্রহণ করি, আমার বাবা-মাকে বলা হয়েছিল যে আমার এই সমস্যা আছে। কিন্তু কোন উপসর্গ ছিল না, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এই রোগটির সঠিক অবস্থা ধরা পড়েছে। কিডনি কখনও ভালো হয়ে যায় না। এটা একবার খারাপ হলে, তাকে আর উলটো পথে ফেরানো যায় না। শুধু আপনি এর খারাপ হওয়ার গতি কমাতে পারেন। তার জন্য যে কোনও উপায় খুঁজে বার করার চেষ্টা করতে হয়”
এ ধরণের কিডনির রোগের ৫টি স্টেজ থাকে। এই মুহূর্তে দ্বিতীয় স্টেজে আছেন গ্রিন। তার দুটো কিডনি ৬০ ভাগ কাজ করে। তবে অন্যান্যদের মতো শারিরিকভাবে দুর্বল নন গ্রিন। নিজেকে ক্রমাগতই দেখেশুনে রাখতে হয় তাকে।
অস্ট্রেলিয়ার হয়ে ২৪ টেস্টে ৩৩.৫৯ গড়ে ১০৭৫ রান করেছেন গ্রিন। সেই সাথে ক্রিকেটের সবচেয়ে দীর্ঘ এ ফরম্যাটে উইকেট নিয়েছেন ৩০টি। ওয়ানডেতে ২৩ ম্যাচে করেছেন ৪৪২ রান, টি-টোয়েন্টিতে ১৭৩.৭৫ স্ট্রাইকরেটে ১৩৯ রান করেছেন তিনি। এই দুই ফরম্যাটে তার উইকেট সংখ্যা যথাক্রমে ১৬ ও ৫টি।