১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার

কিপিংয়ে সোহান, চারে ব্যাট করবেন মুশফিক

- Advertisement -

সোমবার এক ভার্চুয়াল প্রেস মিটিংয়ে টাইগারদের কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন নিউজিল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে উইকেটের পেছনে দেখা যাবে নুরুল হাসান সোহানকে; চার নম্বরে ব্যাটিং করবেন মুশফিকুর রহিম।

কিপিং প্র্যাকটিসে ব্যস্ত সোহান

অজিদের সাথে সিরিজে দলে ছিলেননা মিডল অর্ডারে বাংলাদেশ দলের প্রাণভোমরা মুশফিক, দলে ছিলেননা লিটন কুমার দাসও। দলের এরকমাত্র উইকেটকিপার হিসেবে দুর্দান্ত খেলেছেন সোহান। প্রশ্ন উঠেছিল মুশফিক, লিটনের ফিরার পরে দলে সুযোগ পাবেন কি না তর্কসাপেক্ষে দেশসেরা এই উইকেটকিপার। কিন্তু সকল জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে টাইগার কোচ শোনালেন মুশফিক, লিটন ফিরলেও উইকেটের পেছনে থাকবেন সোহানই।

“দলে বেশ কিছু উইকেটকিপার থাকায় সকলকেই সুযোগ দেয়া হবে কিপিংয়ে। প্রথম দুই ম্যাচে সোহানকে দিয়ে কিপিং করানোর পরিকল্পনা আছে ম্যানেজমেন্টের”-বলছিলেন টাইগার কোচ

 

সোহান কিপিং করায় ফিল্ডিংয়েই নিজের দায়িত্ব পালন করতে দেখা যাবে মুশফিককে

এছাড়াও, মুশফিক, লিটন দলে ফিরায় ব্যাটিং অর্ডারেও আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। তার ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ ডমিঙ্গো।

“দলের ওপেনিং ব্যাটসম্যান নিয়ে কোনো সমস্যা নেই, লিটন ফিরায় বেড়েছে শক্তি। মুশফিক চারে ব্যাট করবে, ও ফিরায় ব্যাটিংয়ে বাড়বে গভীরতা” -মুশফিকের চারে ব্যাট করা নিয়ে ডমিঙ্গো

তামিমকে নিয়ে প্রশ্ন করা হলে কিছু বলতে চাননি টাইগার কোচ, বিশ্বকাপের দল নিয়ে এখনও চলছে আলোচনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img