০, ০, ৬, ১৫, ৩, ২… ব্রিসবেন হিটের বিপক্ষে সিডনি সিক্সার্সের প্রথম পাঁচ ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহ। লক্ষ্যটা মাত্র ১০৬; সেটাকেই একটা পর্যায়ে ঘরের মাঠে পাহাড়সম মনে হচ্ছিল সিডনির। পঞ্চাশ না পেরোতেই ৮ উইকেটের পতন, পরাজয় তখন সময়ের ব্যাপার মাত্র।
Catch of the summer? 🤯 Chris Lynn could NOT believe it… #BBL11
This 'Oh What a Feeling' Moment brought to you by @Toyota_Aus pic.twitter.com/6fGBa3l5D0
— Fox Cricket (@FoxCricket) December 29, 2021
কিন্তু, দিনটা যে শেন অ্যাবটের! ফিল্ডিংয়ে ধরেছেন অবিশ্বাস্যকর এক ক্যাচ, যেটাকে ইতোমধ্যেই এই মৌসুমের সেরা বলে অভিহিত করা হচ্ছে। বল হাতে নিয়েছেন চার উইকেট! ব্যাপারটা এমন যেনো এই ম্যাচে অ্যাবট যা করতে চাইছেন, সেটাই হয়ে যাচ্ছে।
ব্যাটিংয়ে দল যখন নিশ্চিত হারের মুখে দাড়িয়ে, তখন অ্যাবট খেললেন অপরাজিত ৩৭* রানের অবিশ্বাস্যকর এক ইনিংস। বেন ডওরিশের সাথে ৫৯* রানের জুটি গড়ে দলকে এনে দিয়েছেন দুই উইকেটের জয়। শেষ ওভারে যখন মাত্র দুই রান প্রয়োজন, তখন ম্যাচ গড়িয়েছে শেষ বল অব্দি। উত্তেজনায় পূর্ণ শেষ বলটাকে মিডউইকেটে ফ্লিক করে এক রান নিতেই দৌড় অ্যাবটের। তাকে আর কে পায়! ডওরিশ করেছেন ২৩* রান।