১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

কুমিল্লার পরামর্শক রোডস, দেশি কেউই অধিনায়ক

- Advertisement -

শনিবার স্টিভ রোডস এসেছেন বাংলাদেশে, মিরপুরে এসেছিলেন সোমবার। কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের হয়েই কাজ করতে এসেছেন সেটা পুরোনো খবর। কিন্তু, কি হবে তার দায়িত্ব তা নিয়ে ছিল নানান ধরণের জল্পনা-কল্পনা। অবশেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কুমিল্লার প্রধান কোচ জানালেন দলের পরামর্শক হিসেবেই আনা হয়েছে জাতীয় দলের সাবেক কোচকে।

রোডস দলের সাথে থাকায় অত্যন্ত খুশি মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের হয়ে কাজ করার পাশাপাশি কোচিং করানোয় রোডসের আছে অনেক অভিজ্ঞতা। সালাউদ্দিনের বিশ্বাস রোডসের উপস্থিতি তাকে সহযোগিতা করবে ভীষণ, সেইসাথে অনেক কিছু শিখতেও পারবেন ইংলিশ এই কোচের থেকে।

নিউজিল্যান্ড সফরের দলে থাকা স্থানীয় খেলোয়াড়দের পরিবারের সাথে সময় কাঁটানোর সুযোগ দিতে চান সালাউদ্দিন। লিটন প্রথম দুই ম্যাচ খেলবেন না এমন প্রসঙ্গে তিনি দিয়েছেন কড়া জবাব, “লিটন প্রথম দুই ম্যাচ খেলবে না এটা আমিই জানি না, আপনি জানলেন কিভাবে?” সেইসাথে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ জানিয়েছেন অধিনায়ক হিসেবে দেখা যাবে স্থানীয় কাউকেই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img