বিপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। প্লেয়ার্স ড্রাফট পর্বও শেষ, তবুও ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে সুযোগ ছিল নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর। সেই সুত্রেই বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে ভিড়িয়েছে এনামুল হক জুনিয়রকে; কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াডে নতুন সংযোজন সাউথ আফ্রিকান তারকা ক্যামেরুন ডেলপোর্ট এবং আফগানিস্তানের করিম জানাত।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের বিদেশি খেলোয়াড়ের তালিকায় ছিল ডেলপোর্ট, করিম দুজনই। কিন্তু তাদের দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কেউই। অবশেষে শেষমুহুর্তে এসে তাদের দলে ভিড়িয়ে নিজেদের স্কোয়াড আরও শক্তিশালী করল দুইবারের চ্যাম্পিয়ন দল।
Bowler Enamul Haque Jr is a Challenger. Welcome aboard! 💥#Born2Win pic.twitter.com/jBrsWnLjjq
— Chattogram Challengers (@ctgchallengers) January 12, 2022
অপরদিকে প্লেয়ার্স ড্রাফটে দল না পেলেও সরাসরি চুক্তিতে এনামুল হক জুনিয়রকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে এই তথ্য।
বিপিএলের অষ্টম আসর শুরু হবে ২১ জানুয়ারি, রোজ দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, চলবে ১৮ ফেব্রুয়ারি অব্দি।