২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

কোচ হিসেবে ছেলেদের এভাবে দেখাটা আমার জন্য কঠিন: দ্রাবিড়

- Advertisement -

বিশ্বকাপে উড়তে থাকা ভারতকে ফাইনালে মাটিতে নামিয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের ইতিহাসের ষষ্ঠ শিরোপা জিতেছে প্যাট কামিন্সের দল। পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফর্ম্যান্স দেখানো রোহিত শর্মার দলের জন্য যা বেদনার। ম্যাচ শেষে তো মোহাম্মদ সিরাজের চোখে পানি দেখা গেল। এমন পরিস্থিতি ড্রেসিংরুমেও সৃষ্টি হয়েছিল। যা কোচ হিসেবে খেলোয়াড়দের এভাবে দেখাটা কঠিন বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড়।

ম্যাচ-পরবর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাধারণত অধিনায়করা আসলেও এদিন রোহিত আসেননি। দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন দ্রাবিড়। সংবাদ সম্মেলনে আসার আগে ড্রেসিংরুমের অবস্থা কেমন দেখে এসেছেন এমন প্রশ্নের জবাবে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, “ড্রেসিংরুমে বেশ আবেগপ্রবণ পরিস্থিতি তৈরি হয়েছে। কোচ হিসেবে ছেলেদের এভাবে দেখাটা আমার জন্য কঠিন। কারণ, এই ছেলেগুলো কী পরিশ্রম করেছে, কী ত্যাগ করেছে, সেটা আমি জানি”

ফাইনালে হারের পর বাকি খেলোয়াড়দের মতোই রোহিতও হতাশ বলে জানিয়েছেন দ্রাবিড়। তিনি বলেন, “হ্যাঁ, সে হতাশ। ড্রেসিংরুমের বাকি সবার মতোই হতাশ”

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর হতাশ রোহিত শর্মা

হতাশার গল্প দ্রাবিড়ের কাছে নতুন কিছু নয়। ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। তার অধীনেই ২০০৭ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কোচ হিসেবে এই বছরে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল হেরেছেন। যেখানে আবার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।

নির্দিষ্ট দিনে সেরা দলটাই জেতে বলে মনে করেন দ্রাবিড়। সেই সাথে ফাইনাল থেকে শিক্ষা নিয়ে আগামীতে কাজে লাগানোর কথাও বলেছেন তিনি।

দ্রাবিড় বলেন, “এটাই খেলা। এভাবেই ঘটে। ঘটতে পারে। নির্দিষ্ট দিনে সেরা দলটাই জেতে। আমি জানি, কাল সকালে আবার সূর্য উঠবে। আমরা এটা থেকে শিক্ষা নেব। সেটা কাজে লাগাব। আমাদের এগিয়ে যেতে হবে। থামা যাবে না”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img