৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার

কোনোমতে দুইশো পার করলো ইংল্যান্ড

- Advertisement -

প্রথম টেস্ট জিতে ভারতের মাটিতে দারুণ লড়াইয়ের আভাস দিয়েছিল ইংল্যান্ড। বাড়টি হিসেবে ছিল রুটের ধারাবাহিকতা। তবে পরের দুই টেস্টে ভালোভাবেই ফিরেছে ভারত, বলতে বলতে গেলে ইংলিশদের পাত্তাই দেয়নি স্বাগতিকরা।

তৃতীয় টেস্ট হয়েছিল আহমেদাবাদে, চতুর্থ টেস্টের ভেন্যু ওই আহমেদাবাদই। শুধু সিরিজ জয় না, এই ম্যাচে জয়-পরাজয়ের সাথে জড়িত বেশ কিছু হিসেব-নিকেশ, এশিয়া কাপ আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। আহমেদাবাদে টসে জিতে ব্যাট করার সিদ্ধন্ত নিয়েছিল ইংল্যান্ড। সফরকারিরা অল আউট ২০৫ রানে।

মোহাম্মদ সিরাজ, বুমরার অনুপস্থিতিতে সুযোগ পেয়েই আলো ছড়িয়েছেন। মোহাম্মদ সিরাজের সঙ্গে ভারতীয় স্পিন ইউনিট, আক্সার, অশ্বিন, সুন্দর মিলে নিয়েছেন ৮ উইকেট। ইংল্যান্ডের হয়ে অর্ধশতক বেন স্টোকসের, তবে ইনিংস বড় করতে পারেননি, আউট হয়েছেন ৫৫ রানে।

বেন স্টোকস পঞ্চাশ করলেও, লরেন্স সম্ভাবনা জাগিয়েও ছঁতে পারেননি অর্ধশতকের ঘর; আউট হয়েছেন ৪৬ রানে। আহমেদাবাদের উইকেট নিয়ে তৃতীয় টেস্টের কথা হয়েছে অনেক। তবে এবার আর কোনো অজুহাত দাঁড় করাননি মাইকেল ভন। টুইটারে সরাসরি দোষারোপ করেছেন ইংলিশ ব্যাটসম্যানদের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img