১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

‘কোন সংস্করণে খেলছি সেটা ব্যাপার না, আমি ক্রিকেট খেলাটাই ভালোবাসি’

- Advertisement -

ডেভিড ওয়ার্নার আগেই জানিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেবেন। শেষ টেস্টে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার সমর্থকদের দিয়েছেন দুঃসংবাদ। ওয়ানডে ফরম্যাট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। তার আগে আবেগের কথাও জানিয়েছেন সময়ের অন্যতম সেরা এ ব্যাটার। কোন ফরম্যাটে খেলছেন সেটা ব্যাপার না, ক্রিকেট খেলাটাই ওয়ার্নারের কাছে আনন্দের।

ওয়র্নার বলেন, “আসলে আরও বেশি আবেগ এসে পড়েছে। যখন লর্ডসে সম্ভাব্য শেষ ধরে নিয়েছিলাম, আমার আসলে তেমন আবেগ ছিল না। আমি সন্তুষ্ট ছিলাম। হয়তো রান করছিলাম না, কিন্তু টেস্ট খেলার লক্ষ্য ছিল। আমি ক্রিকেট খেলাটাই ভালোবাসি, কোন সংস্করণে খেলছি, সেটি ব্যাপার নয়। তবে পার্থের পর থেকে আবেগী হয়ে গেছে ব্যাপারটা, যেহেতু অস্ট্রেলিয়ায় ফিরেছি, আর জানি (নিজের শেষ মৌসুম) খেলছি”

ওয়ার্নারের অবসর নিয়ে কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় ঝড় বয়ে গেছে। দেশটির সাবেক পেসার মিচেল জনসন ওয়ার্নারের অবসর নিয়ে নানারকম সমালোচনা করেছিলেন। তবে ওয়ার্নার লর্ডসেই নিজের শেষ দেখেছিলেন, এমনটাই জানিয়েছেন অজি ওপেনার।

তিনি বলেন, “ইংল্যান্ডে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে পরিষ্কারভাবেই বলেছিলাম, আমাকে এবং আমার ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছিল, আমি সেটা শুরুতেই শেষ করে দিতে চেয়েছিলাম। বলেছিলাম, আমার জন্য আদর্শ হচ্ছে সিডনিতে শেষ করা। তবে আমি আসলে লর্ডসেই নিজের শেষ হতে যাচ্ছে—এমন ধরে নিয়েছিলাম; বিশেষ করে টপ অর্ডারে উজির (উসমান খাজা) সঙ্গে যদি এত ভালো না করতাম”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img