২৭ জুলাই ২০২৪, শনিবার

কোপা আমেরিকার আগে জোড়া প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

- Advertisement -

ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। চোটের কাটিয়ে দলে জায়গা করে নিয়েছেন এনজো ফার্নান্দেজ। বরাবরের মতোই আর্জেন্টানদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।

তারকাসমৃদ্ধ দল ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি। আক্রমণভাগে মেসির ছাড়াও হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও আলেহান্দ্রো গার্নাচোর মতো তারকা রয়েছেন আর্জেন্টাইন দলে।

গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্তিনেজ ছাড়াও দলে জায়গা পেয়েছেন ফ্রাঙ্কো আরমানি ও জেরেনিমো রুল্লি। মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ছাড়াও রয়েছেন এনজো ফার্নান্দেজ।

ডিফেন্সেও পরিক্ষিত তারকাদের উপরেই ভরসা রেখেছেন স্ক্যালোনি। ক্রিশ্চিয়ান রোমেরো, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা ছাড়াও লিসান্দ্রো মার্তিনেজ রয়েছেন আর্জেন্টাইন শিবিরে।

আর্জেন্টিনার স্কোয়াড:

গোলকিপার: ফ্র্যাঙ্কো আরমানি, জেরেনিমো রুল্লি ও এমিলিয়ানো মার্তিনেজ।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, লিয়ার্ন্দো ব্যালার্দো, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, ভ্যালেন্টিন বার্কো, আনহেল ডি মারিয়া, ভ্যালেতিন কার্বোনি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল কোরেরা, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img