ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র হলো আজ (সোমবার)। ড্র’তে তুলনামুলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। রাউন্ড অব সিক্সটিনে কোপেনহেগেনের মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল। এর আগে কখনোই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলেনি কোপেনহেগেন।
দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ওঠা বার্সেলোনার প্রতিপক্ষ সিরিয়া চ্যাম্পিয়ন নাপোলি। ইউরোপ সেরার এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দল শেষ ষোলোতে আরবি লাইজিগের বিপক্ষে মাঠে নামবে। এফসি পোর্তোকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আর্সেনাল।
ফেব্রুয়ারির ১৩, ১৪, ২০ ও ২১ তারিখে প্রথম লেগ এবং মার্চের ৫, ৬, ১২, ১৩ তারিখে দ্বিতীয় লেগ।
শেষ ষোলোর ড্র:
এফসি পোর্তো বনাম আর্সেনাল
নাপোলি বনাম বার্সেলোনা
পিএসজি বনাম রিয়াল সোসিয়েদাদ
ইন্টার মিলান বনাম আতলেতিকো মাদ্রিদ
পিএসভি বনাম বরুসিয়া ডর্টমুন্ড
কোপেনহেগেন বনাম ম্যানসিটি
আরবি লাইপজিগ বনাম রিয়াল মাদ্রিদ
লাৎজিও বনাম বায়ার্ন মিউনিখ