১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

কোহলির প্রতিদ্বন্দ্বী গিল-মিচেল-শামি

- Advertisement -

২০২৩ সালে আইসিসির ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন তিনজন ভারতীয় ক্রিকেটার। সেই তিন ক্রিকেটার হলেন বিরাট কোহলি, শুবমান গিল ও মোহাম্মদ শামি। তালিকার বাকি একজন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

বছরটা দারুণ কাটিয়েছেন কোহলি। গত বছরে ছিল ওয়ানডে বিশ্বকাপের মতো আসর। কোহলি ৭৬৫ রান করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। বিশ্বকাপের এক আসরে এর চেয়ে বেশি রান করতে পারেনি আর কেউ। এই টুর্নামেন্টেই শচীন টেন্ডুলকারের করা ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গেছেন কোহলি। সব মিলিয়ে ২০২৩ সালে ২৭ ওয়ানডেতে ১৩৭৭ রান আসে তার ব্যাট থেকে।

আরেক ভারতীয় ব্যাটার শুবমান গিলেরও গত বছরটা কেটেছে দারুণ। ২০২৩ সালে ২৯ ম্যাচে করেছেন ১৫৮৪ রান। তার চেয়ে গত বছরে ওয়ানডেতে আর কোনো ব্যাটার বেশি রান করতে পারেনি। নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপেও হেসেছে গিলের ব্যাট। টুর্নামেন্টে কোনো শতক করতে না পারলেও ৪৪.২৫ গড়ে ৩৫৪ রান করেছিলেন তিনি।

বর্ষসেরার তালিকায় থাকা পেসার মোহাম্মদ শামি বিশ্বকাপটা কাটিয়েছেন স্বপ্নের মতো। হার্দিক পান্ডিয়ার চোটের কারণে সুযোগ পাওয়া শামি টুর্নামেন্টে নিয়েছিলেন ২৪টি উইকেট। সব মিলিয়ে ২০২৩ সালে ৪৩টি উইকেট নেন তিনি।

চারজনের সংক্ষিপ্ত তালিকায় নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল অসাধারণ ফর্মে ছিলেন গত বছরে। ওয়ানডে বিশ্বকাপও দারুণ কেটেছে তার। কিউইদের হয়ে ২০২৩ সালে সবমিলিয়ে ১২০৫ রান করেন মিচেল। যা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে তৃতীয় সর্বোচ্চ রান।

বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হবে গণমাধ্যম প্রতিনিধি প্যানেল, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটের মাধ্যমে। আইসিসির ওয়েবসাইটে গিয়ে সমর্থকরা প্রিয় খেলোয়াড়কে ভোট দিতে পারবেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img