৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

কোহলির প্রয়োজন ‘১৬’, মুস্তাফিজের ‘৪’

- Advertisement -

বুধবার অ্যাডিলেড ওভালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচের ফলাফল ছাপিয়েও এ ম্যাচে ব্যক্তিগত রেকর্ড গড়ার সুযোগ থাকবে মুস্তাফিজুর রহমান এবং ভিরাট কোহলির সামনে।

এ বিশ্বকাপে ভারতের ‘ট্রামকার্ড’ কোহলি আছেন দারুণ ফর্মে। পরিসংখ্যান বলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই দুর্দান্ত কিং কোহলি। আর মাত্র ১৬ রান করলেই কোহলি বনে যাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক।

২০১২ বিশ্বকাপ থেকে এবারের আসরে এখন পর্যন্ত ২২ ইনিংস খেলে ৮৩.৪১ গড়ে ১২ ফিফটিতে তুলেছেন ১০০১ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান দুইয়ে। ৩১ ইনিংসে ৩৯.০৭ গড়ে ৬ ফিফটি আর এক সেঞ্চুরিতে ১০১৬ রান করে তালিকার শীর্ষে আছেন মাহেলা জয়াবর্ধনে।

কোহলির মতোই ব্যক্তিগত রেকর্ডের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাত বছরের ক্যারিয়ারে ৭৫ ইনিংস খেলে ৭.৬৭ ইকোনমি এবং ১৬.৯ স্ট্রাইক রেটে নিয়েছেন ৯৬ উইকেট। অর্থাৎ, আর চারটা উইকেট পেলেই দ্য কাটার মাস্টার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূরণ করবেন ১০০ উইকেটের মাইলফলক। আপাতত দৃষ্টিতে কঠিন মনে হলেও প্রতিপক্ষ যখন ভারত, মুস্তা বল হাতে জ্বলে উঠলে সবই সম্ভব।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img