অ্যাডিলেড ওভালে সেমিফাইনালের দৌড়ে থাকার ম্যাচে মাঠে নেমেছে ভারত-বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট ভারত তুলেছে ১৮৪ রান।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। আগের ম্যাচগুলোর মতোই এ ম্যাচেও বল হাতে দুর্দান্ত খেলেছেন তাসকিন আহমেদ, ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৫ রান। ২.৪ ওভারে রোহিত শর্মার ক্যাচ হাসান মাহমুদ মিস না করলে তাসকিনের ঝুলিতে থাকত এক উইকেট। যদিও জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি রোহিত, পরের ওভারেই হাসানের বলে ফিরেছেন ৮ বলে ২ রান করে। পাওয়ারপ্লে শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৩৭ রান।
এরপর দলের হাল ধরেন রাহুল আর ভিরাট কোহলি। ৩২ বলে ১৫৬.২৫ স্ট্রাইক রেটে রাহুল করেন ৫০ রান। এছাড়াও, ৪৪ বলে ১৪৫.৪৫ স্ট্রাইক রেটে কোহলি করেছেন অপরাজিত ৬৪ রান। শেষ পর্যন্ত ভারত তুলেছে ১৮৪ রান।
টাইগারদের পক্ষে ৪৭ রান খরচায় হাসান নিয়েছেন ৩ উইকেট। এছাড়াও, ৩৩ রান দিয়ে সাকিব আল হাসান নিয়েছেন ২ উইকেট।