১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

কোহলির সেঞ্চুরি, পাত্তাই পেলো না বাংলাদেশ

- Advertisement -

ভারতের ৭ উইকেটের জয়, গ্যালারিতে উচ্ছ্বাস! শেষে ভারতের যখন জয়ের জন্য ২ রান দরকার, ভিরাট কোহলির সেঞ্চুরির জন্য তখন প্রয়োজন ৩! নাসুম আহমেদর ব্যক্তিগত দশম ওভারের তিন নম্বর বলটায় ডাউন দ্য উইকেটে এসে ভিরাটের ছক্কা!

পুনের এই মাঠে একবার মাত্র প্রথমে ব্যাটিং করা দল জিতেছে, সেটা জেনেও আগে ফিল্ডিং না করার সিদ্ধান্তটাই একটু জলদি হারিয়ে দিলো কি না, ভারতের ব্যাটিং দেখার পর সেই প্রশ্নটা থাকতেই পারে। শুরু থেকেই সাবলীল, রোহিত-শুভমান-কোহলিদের ব্যাটিং দেখে মনে হয়েছে, পুনের এই উইকেটে ব্যাটিং করা যেনো সবচেয়ে সহজ কাজ।

২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লের ১০ ওভারেই রোহিত শর্মা-শুভমান গিল মিলে স্কোরবোর্ডে যোগ করেছেন ৬৩ রান। প্রথম ব্যাটার হিসেবে রোহিত যখন ৪৮ রান করেই প্যাভিলিয়নে ফিরছিলেন দলের সংগ্রহ ততোক্ষণে ৮৮! তবুও রোহিতকে ফেরানোটা টাইগারদের জন্য নিশ্চিতভাবেই ছিল বড় একটা স্বস্তি। ব্যক্তিগত ৫৩, দলীয় ১৩২ রানে যখন গিল সাজঘরের পথে, তখনও বোধহয় টাইগারদের আশা ছিলো কিছুটা।

কিন্তু কোনো পরিকল্পনাই কাজ করেনি ভিরাট কোহলি-শ্রেয়াস আইয়ারের ব্যাটিংয়ের সামনে। দুজনে মিলে গড়েছেন ৪৬ রানের জুটি। ব্যক্তিগত ১৯ রানে মিরাজকে ছক্কা মারতে গিয়ে রিয়াদের হাতে ক্যাচ দিয়ে আইয়ার প্যাভিলিয়নে ফিরলেও কোহলি দলকে নিয়েছেন এগিয়ে। মাঠ ছেড়েছেন ১০৩ রানে অপরাজিত থেকে। লোকেশ রাহুলের ব্যাট থেকে এতেছে ৩৩*। টাইগারদের হয়ে মেহেদী মিরাজ ৪৭ রানে নিয়েছেন ২ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img