৮৫, ৫৫*, ১৬, ১০৩*, ৯৫, ০ ও ৮৮ চলতি বিশ্বকাপে বিরাট কোহলির রান। আশি রানের উপরে চারটি ইনিংস খেলে সেঞ্চুরি করেছেন মাত্র ১টি। শ্রীলঙ্কার বিপক্ষেও আশা জাগিয়ে ১২ রান দূরত্বে থেমেছেন কোহলি। সেই সাথে দারুণ ব্যাটিং করেছেন শুবমান গিল ও শ্রেয়াস আইয়ার। তাতেই কুশল মেন্ডিসের দলের বিপক্ষে ৩৫৭ রানের সংগ্রহ পেয়েছে ভারত।
অথচ টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই রোহিত শর্মার উইকেট হারায় স্বাগতিকরা। ভারতীয় অধিনায়ককে বোল্ড করেন দিলশান মাদুশাঙ্কা। এরপর উইকেটে আসার পর থেকে লঙ্কান বোলারদের সাবলীলভাবে সামাল দিয়েছেন কোহলি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন শুবমান গিল।
ডানহাতি ওপেনার শুরুর দিকে একটু নড়বড়ে থাকলেও, সময় যত গড়িয়েছে স্বভাবসুলভ ব্যাটিং করেছেন। একটা সময় কোহলির সাথে পাল্লা দিয়ে রান তুলেছেন। ৫০ বলে ফিফটির দেখা পান কোহলি, গিলের লেগেছে ৫টি বল বেশি। দুজনেই ছুটছিলেন সেঞ্চুরির দিকে কিন্তু একজনও পাননি তিন অঙ্কের দেখা। গিল ৯২ বলে ৯২ রান করে প্যাভিলিয়নে ফেরার পর তাকে অনুসরণ করেন কোহলিও। তার আগে ডানহাতি ব্যাটার খেলেন ৮৮ রানের দুর্দান্ত ইনিংস।
ইনিংসের শুরুটা ভালো করেছিলেন লোকেশ কিন্তু বড় রান করতে পারেননি। ১৯ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। উইকেটে আসার পর থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন আইয়ার। ৩৬ বলে ফিফটি করা আইয়ারও ফিরেছেন আশির ঘরে রান করে। মাদুশাঙ্কার বলে ক্যাচ দেওয়ার আগে খেলেছেন ৫৬ বলে ৮২ রানের অসাধারণ ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে ১০ ওভারে ৮০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন দিলশান মাদুশাঙ্কা। একটি উইকেট শিকার করেছেন দুষ্মন্ত চামিরা।