২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

কোহলি-গেইলদের ছাড়িয়ে গেলেন বাবর আজম

- Advertisement -

ক্রিস গেইল ও ভিরাট কোহলির মতো ব্যাটসম্যানদের পেছনে ফেলে টি-টোয়েন্টির দ্রুততম সাত হাজার রানের মাইলফলক স্পর্শকারী ব্যাটসম্যান হয়ে গেছেন বাবর আজম। রোববার পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাব দলের হয়ে সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক।

ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে মাত্র ১৮৭ ইনিংসেই সাত হাজারি ক্লাবে প্রবেশ করেছেন বাবর।  ১৯২ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন ক্রিস গেইল; ভিরাট কোহলির লেগেছিল ২১২ ইনিংস। ভিরাট কিছুদিন আগে ঢুকেছেন টি-টোয়েন্টির দশ হাজারি ক্লাবেও।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৬ ইনিংসে ৪৬.৮৯ গড়ে ২২০৪ রান করেছেন বাবর আজম। সব মিলিয়ে তাঁর মোট টি-টোয়েন্টি রান এখন ৭০৫৫।

Image
পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে বাবর আজম

টি-টোয়েন্টিতে বাবরের সেঞ্চুরি ৬টি। গত সপ্তাহে এই ন্যাশনাল টি-টোয়েন্টি কাপেই নর্দার্ন পাকিস্তানের বিপক্ষে নিজের ষষ্ঠ শতক হাঁকানোর মধ্য দিয়ে আহমেদ শেহজাদ-কামরান আকমলদের ছাড়িয়ে টি-টোয়েন্টিতে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ শতরানের মালিকও হয়ে গেছেন বাবর; ছাড়িয়েছেন ৫ সেঞ্চুরি করা ভিরাট কোহলিকেও।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img