ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ কার্লোস আলবার্তো পেরেইরা। চার মাস ধরে হজকিন লিস্ফোমা নামক ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন কিংবদন্তি এ কোচ। পেরেইরার ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সংস্থাটি বিবৃতিতে জানায়, চার মাস ধরে কিংবদন্তি এ কোচকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। পেরেইরার ইতিবাচক উন্নতি হচ্ছে বলেও জানিয়েছে তারা। সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ প্রফেসর পেরেইরার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
১৯৬৭ সালে ঘানা জাতীয় দলের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন পেরেইরা। ১৯৭০ সালে ব্রাজিল জাতীয় দলের ফিটনেস কোচের দায়িত্ব পালন করেছেন। সেসময় সেলেসাওরা তৃতীয় বিশ্বকাপ জেতে। এরপর ১৯৮৩ সালে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। প্রথম দফায় তিনি ১৪ ম্যাচ কোচিং করান। দ্বিতীয় দফায় ১৯৯১ সালে দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলকে ২৪ বছরের খরা ঘুচিয়ে বিশ্বকাপ এনে দেন ১৯৯৪ সালে। আরও এক দফায় সেলেসাও কোচ হন তিনি। ২০০৩ সালে তৃতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর ২০০৬ সালে অব্যাহতি নেন।
ব্রাজিল ছাড়াও ১৫টি দলের কোচিং করানোর অভিজ্ঞতা আছে পেরেইরার। ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে কোচিং ক্যারিয়ারের ইতি টানেন তিনি।