দশম ওভারের দ্বিতীয় বলে ডাচ ব্যাটসম্যান কলিন অ্যাকারম্যানের বল যায় আইরিশ উইকেটকিপারের হাতে, আউট দিলেননা আম্পায়ার। রিভিউ নিয়ে দেখা গেলো, আউট অ্যাকারম্যান। পরের বলেই ‘গোল্ডেন ডাক’ দুইবছর পর জাতীয় দলে ফেরা রায়ান টেন ডেসকাট। পরের বলে এলবিডাব্লিউ আপিল, আবারো আম্পায়ারের নাকচ, আবারো আয়ারল্যান্ডের সফল রিভিউ; প্যাভিলিয়নের পথে স্কট এডওয়ার্ডস। হ্যাটট্রিক তো হয়ে গেলো। পরের বলে?
পরের বলে রশিদ খান আর লাসিথ মালিঙ্গার পাশাপাশি বসে গেলেন আয়ারল্যান্ডের মিডিয়াম পেসার কার্টিস ক্যামফার। রোয়েলফ ফন ডার মারওয়ার অফস্ট্যাম্প উড়িয়ে দেওয়ার মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে ‘ডাবল’ হ্যাটট্রিক’ অর্থাৎ চার বলে চার উইকেটের অধিকারী হলেন এই ২২ বছর বয়সী।
ওদিকে, আচমকা ঘূর্ণিঝড় এসে যেমন সব তছনছ করে হাওয়া হয়ে যায়, নেদারল্যান্ডসের জন্য তেমনই কিছু একটা যেন হয়ে দেখা দিলেন কার্টিস ক্যামফার। তার ডাবল হ্যাটট্রিকের বলি হয়ে নির্ধারিত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান সংগ্রহ করতে পেরেছে নেদারল্যান্ডস। ধ্বংসযজ্ঞের বিপরীতে ঠায় দাঁড়িয়ে ম্যাক্স ও’ডডের অর্ধশতক না হলে হয়তো ১০০ রানের কোঠাও পেরুত না নেদারল্যান্ডস।
#Ireland wrapped up #Netherlands' innings for 106, Curtis Campher took 4 wickets.
(📸:ICC)#IREvNED #T20WorldCup pic.twitter.com/CuEoVSVzxe
— Talk About Cricket (@T_AboutCrick) October 18, 2021
২৬ রানে ৪ উইকেট নিয়েছেন কার্টিস ক্যামফার। সাউথ আফ্রিকার হয়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন। জাতীয় দলে খেলার জন্য বেছে নিয়েছেন দাদীর দেশ আয়ারল্যান্ডকে। সেই আয়ারল্যান্ডের হয়ে বিশ্বকাপ অভিষেকেই ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছেন এই ২২ বছর বয়সী মিডিয়াম পেসার। ৯ রানে ৩ উইকেট নিয়ে নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে দিতে মার্ক এডেরের অবদানও কম নয়।
সংক্ষিপ্ত স্কোরঃ
নেদারল্যান্ডস- ২০ ওভারে ১০৬/১০ (ও’ডড ৫১, সিলার ২১; ক্যামফার ৪/২৬, এডের ৩/৯)