১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে ফারজানা

- Advertisement -

সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন ফারজানা হক পিংকি। যার সুফল পেলেন তিনি, আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন পিংকি। মেয়েদের আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের সর্বোচ্চ অবস্থান এটাই। আর কোনো টাইগ্রেস ব্যাটার কখনোই সেরা-২০ এ উঠতে পারেননি।

সাউথ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও ব্যক্তিগতভাবে ভালো খেলার পুরস্কার পেয়েছেন লেগ স্পিনার রাবেয়া খান। সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলে চার উইকেট নেন তিনি। যার পুরস্কারস্বরুপ চার ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন রাবেয়া।

অলরাউন্ডার রিতু মনিও পেয়েছেন সুখবর। দুই বিভাগেই উন্নতি হয়েছে তার। ব্যাটিংয়ে আট ধাপ এগোনোর পাশাপাশি বোলিংয়ে চার ধাপ এগিয়েছেন। সিরিজে ব্যাট হাতে ৩৩ রান ও বল হাতে দুই উইকেট নিয়েছিলেন রিতু মনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img