১৩১, কোনো বিশেষ সংখ্যা নয়, তবে শুক্রবার ক্রিকেটে ‘১৩১’ একটু বিশেষই হয়ে রইল। আন্তর্জাতিক ক্রিকেট শুক্রবার দেখেছে চারটি সেঞ্চুরি। একটা টেস্টে এবং ওয়ানডেতে বাকি তিনটি ।
ভারতের বিপক্ষে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ১৩১ রানের ইনিংস খেলেছেন স্টিভেন স্মিথ, অন্যদিকে আয়ারল্যান্ডের পল স্টার্লিং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে করেছেন শতক, সেটাও থেমেছে ১৩১ রানে।
স্টার্লিংয়ের শতকের জবাবে স্বাগতিক দলের সিপি রিজওয়ানও সেঞ্চুরি করেছেন, ১০৯ রান করে আউট হয়েছেন। তবে এখানেও আছে ১৩১ এর খেলা। রিজওয়ান সেঞ্চুরি করতে খরচ করেছেন ১৩১ বল।
বিখ্যাত ক্রিকেট সাহিত্যিক নেভিল হোম কার্ডাস পরিসংখ্যানকে আস্ত গাঁধা বলে সম্বোধন করলেও পরিসংখ্যান মাঝেমধ্যে মজার, খুব মজার।