২৭ জুলাই ২০২৪, শনিবার

ক্রিকেটে বাংলাদেশী ‘ব্র্যান্ড’ তৈরি করতে চান তামিম

- Advertisement -

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর বাকি নেই ২৪ ঘণ্টা। মঙ্গলবার ভার্চুয়াল প্লার্টফর্ম জুমে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। নিজের অধিনায়কত্বে আত্মবিশ্বাসী তামিম ভাবছেন না প্রতিপক্ষের শক্তির-দুর্বলতা নিয়ে বরং ক্রিকেটের বাংলাদেশী ‘ব্র্যান্ড’ তৈরি করার লক্ষ্য এই ওপেনারের।

‘আমার কাছে প্রায়োরিটি বাংলাদেশী ‘ব্রান্ড’। অন্যদের অনুকরণ না বরং নিজেদের মতো খেলতে চাই। আমার ইচ্ছা বাংলাদেশী ‘ব্র্যান্ড অব ক্রিকেট’ তৈরি করা’- বলেছেন তামিম ইকবাল

সোমবার বাংলাদেশ দলের হেডকোচ রাসেল ডমিঙ্গো গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন ওয়ানডেতে তিন নম্বর পজিশনে সাকিবের পরিবর্তে খেলবেন শান্ত। অথচ ওই তিন নম্বর জায়গাটা বিশ্বসেরা অলরাউন্ডারের অনেক আগে থেকেই পছন্দ। তবে তামিম নিশ্চিত করেছেন, সাকিবের সাথে আলোচনা করেই নেয়া হয়েছে সিদ্ধান্ত।

‘আমরা যখন ক্যাম্প শুরু করি তখন আমি সাকিবের সাথে পার্সোনালি কথা বলেছি। তার কোনো সমস্যা না। লম্বা বিরতির পর সে ক্রিকেটে ফিরেছে, সাকিব এই পরিবর্তনে খুশি।‘

২০২৩ বিশ্বকাপের কথা চিন্তা করেই মাশরাফী বিন মোর্ত্তুজাকে দলে রাখা হয়নি, সাকিবের পরিবর্তনেও ওই বিশ্বকাপকেই অন্যতম কারণ হিসেবে দাঁড় করিয়েছে ম্যানেজমেন্ট। তামিম কী ভাবছেন অধিনায়কত্ব নিয়ে? তার অকোপট উত্তর, ভালো করলে অধিনায়ক না থাকার কোনো কারণ নেই।

‘দীর্ঘমেয়াদী সবকিছুই দলের জন্য ভালো। দল ভালো করলে অধিনায়ক না থাকার (আগামী বিশ্বকাপ পর্যন্ত) কোনো কারণ নেই। তবে দল ভালো করলেও আমি যদি উপভোগ না করি সেটা ভিন্ন কথা। ভবিষতে কী হবে সেটা তো আমি বলতে পারব না।‘

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img