২৭ জুলাই ২০২৪, শনিবার

ক্লাব বিশ্বকাপের ফাইনাল আজ

- Advertisement -

ছোট ছোট প্রচেষ্টা মানুষকে বড় সফলতার দিকে ঠেলে দেয়। কখনো কখনো অনেকটা সময় পার করার পর এই সাফল্যের মুখ দেখা যায়। আবার সবার ক্ষেত্রে একভাবে অংক মেলে না। মেক্সিকান ক্লাব তিগ্রেসের নাম অনেকেই হয়তো জানতেন না। ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলের ফাইনালে তাদের এই পদচারণা বেশ আকস্মিক বলা যায়। স্ট্রাইকার কার্লোস গঞ্জালেজ বলছিলেন, “কোনো মেক্সিকান ক্লাবই এই আগে এতদূর আসতে পারে নি। আশা করছি শিরোপা জয় করব, যেহেতু খুব কাছেই চলে এসেছি আমরা।” কথাগুলো শুনে মনে হবে, বেশ সহজ ভাবেই জয়ের প্রত্যাশা করছে তিগ্রেস। করাটা স্বাভাবিক, শেষ মৌসুমে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় করেছিলো তারা। তবে প্রতিপক্ষের নামের ভার যেমন, আবার দলের শক্তিও তেমন। বায়ার্ন মিউনিখ, বর্তমান বিশ্বে ক্লাব ফুটবলের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে। তাদের বিপক্ষে খেলতে নামার আগে তিগ্রেসকে ভিন্নভাবে চিন্তা করতেই হবে। অন্যদিকে, মিয়া সান মিয়া ভক্তদের জন্য রেকর্ডের রাত হতে পারে আজ। কারণ, বিগত বারো মাসের মধ্যে তারা পাঁচ শিরোপা ঘরে তুলেছে। চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, জার্মান সুপার কাপ, বুন্দেসলীগা, জার্মান কাপ ২০২০ – এই তালিকায় ক্লাব বিশ্বকাপের শিরোপা যোগ করার লক্ষ্যে মাঠে নামবে তারা। এর আগে এক মৌসুমে টানা ৬ শিরোপা অর্জনের রেকর্ড আছে বার্সেলোনার।

তবে বায়ার্ন শিবির পাহারা দেবেন না থমাস মুলার, করোনা পজিটিভ এসেছে তার। বাভারিয়ানরা আজ পাচ্ছে না বোয়েটাঙকেও, তার বদলে মাঠে নামতে পারেন নিকলাস শুলে। এক ডেভিড আলাবায় ম্যাচ ঘুরেও যেতে পারে, কারণ সাথে থাকছেন পাভার্ড এবং ডেভিস। গোরেতস্কা থাকবেন না, সম্পূর্ণ ফিট নেই কোরেন্তিন তলিজো। তবে সেমিফাইনালে বায়ার্নের হয়ে চমক দেখানো রোকা আজ গড়তে পারেন ম্যাচের ম্যাজিক মোমেন্ট। গত ম্যাচের মত ফাইনালেও তিগ্রেস প্রস্তুত করছে চারজন ডিফেন্ডার।

গ্যালারিতে থাকছে না দর্শক। তবে কাতারের ক্রীড়া মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ মাঠে বসে সরাসরি উপভোগ করবেন ম্যাচটি। দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১২ টায় অনুষ্ঠিত হবে এই ফাইনাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img