বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিতে উড়ন্ত শুরু করেছিল পাকিস্তান। এরপর মুদ্রার উল্টো পিঠ দেখতেও সময় লাগেনি তাদের। টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্টের সুপার ফোরে খেলা কঠিন করে তুলেছে বাবর আজম-শাদাব খানরা। তা নিয়ে সমালোচনা করতে ছাড়ছেন না সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরাও। তবে এসব সমালোচনা ইতিবাচকভাবেই নিচ্ছেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব। খারাপ খেললে সমালোচনা হবেই বলে মনে করেন তিনি।
বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না শাদাবেরও। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তার শিকার মাত্র ২ উইকেট। তিন ইনিংস ব্যাট করে শাদাবের ব্যাট থেকে এসেছে মাত্র ৭৪ রান। একজন অলরাউন্ডার ও সিনিয়র ক্রিকেটার হিসেবে তাঁর এমন পারফরম্যান্সে সমালোচনা হচ্ছে প্রচুর।
চেন্নাইতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শাদাব এই বিষয়ে বলেন, “সমালোচনা যৌক্তিক। সাম্প্রতিক সময়ে আমি ভালো খেলছি না। এত বড় একটা টুর্নামেন্টে পারফর্ম না করলে সমালোচনা তো হবেই। তবে সব দিন একই রকম যায় না। ক্রিকেটে উত্থানপতন থাকবেই”
টুর্নামেন্টে নিজের সেরা ছন্দে না থাকায় ভালো করা শাদাবের জন্য চাপের হয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে পাকিস্তান সহঅধিনায়কের জবাব ছিল হ্যা। তিনি বলেন, “অন্যদের তুলনায় একজন অলরাউন্ডারের চাপ দ্বিগুণ। তিন বিভাগেই বাড়তি সময় দিতে হয়। কখনো কখনো তিনটির জন্য সময় বের করাটা কঠিন হয়ে যায়। তবে আমি যেহেতু বোলিং অলরাউন্ডার, মূল মনোযোগ থাকে যতটা সম্ভব বোলিংয়ের দিকে। ব্যাটিংটা প্লাস পয়েন্ট, যেটা দলে একটা ভারসাম্য এনে দেয়”
শুক্রবার সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে শাদাব-বাবররা।