২৭ জুলাই ২০২৪, শনিবার

খুলনায় হোল্ডার, বরিশালে ব্যান্টন

- Advertisement -

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে খুলনা টাইগার্স শিবিরে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। এছাড়াও ফরচুন বরিশাল ইংল্যান্ড থেকে টম ব্যান্টনকে উড়িয়ে এনেছে।

বিপিএলে বিদেশি খেলোয়াড়দের যাওয়া-আসার মিছিল চলছেই। কে কখন আসছেন আর কে কখনই বা চলে যাচ্ছেন বোঝা বড়ই মুশকিল। বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্জাইজি লিগ ও জাতীয় দলের ব্যস্ততার কারণেই বিপাকে পড়তে হচ্ছে বিপিএলের দলগুলোর। এর সাথে মানিয়ে নিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা।

বরিশালে কেশব মহারাজ-ওবেদ ম্যাকয় কয়েকদিন আগেই যোগ দিয়েছেন। দলটির হয়ে মাঠেও নেমেছিলেন তারা। বল হাতে আলোও কেড়েছেন, এবার বরিশালের জার্সিতে নিজেকে মেলে ধরার পালা ব্যান্টনের। প্রথমবারের মতো বিপিএলে খেলবেন তিনি।

ব্যান্টন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৫ ম্যাচে ২৬.৮০ গড়ে করেছেন ১৫৮ রান। ১৪ টি-টোয়েন্টিতে ইংলিশ উইকেট কিপার ব্যাটারের রান ৩২৭। ২০ ওভারের ফরম্যাটে ব্যান্টন প্রায় ১৪৮ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন।

খুলনা শিবিরে যোগ দেওয়া হোল্ডার আগেও বিপিএল খেলেছেন। এর আগে ক্যারিবীয় অলরাউন্ডার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে হোল্ডারের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৪ টেস্টে ২৭৯৭ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ১৫৭টি। ওয়ানডেতে ১৩৮ ম্যাচে করেছেন ২২৩৭ রান, সেই সাথে নিয়েছেন ১৫৯টি উইকেট। ২০ ওভারের ফরম্যাটে ৬৩ ম্যাচে ৪৯১ রান করার পাশাপাশি নিয়েছেন ৬৬টি উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img