১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

খুলনার টানা তিন জয়

- Advertisement -

১৬১ রানের লক্ষ্য, কঠিন হবে রংপুর রাইডার্সের জন্য তা প্রথম ইনিংস শেষেই অনুমান করা যাচ্ছিলো। তবুও একটা যদি-কিন্তু ছিল, কারণ এই ধরণের উইকেট বাবর আজমের জন্য বেশ আদর্শ। কিন্তু পাকিস্তান তারকা মাত্র ২ রানেই ফিরেছেন প্যাভিলিয়নে, আরেক বিদেশি ব্রেন্ডন কিং করেছেন মাত্র ১ রান!

রনি তালুকদার (১৫) আর শামীম পাটোয়ারি (৩০) মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন ঠিক, কিন্তু মোহাম্মদ নবি ছাড়া কেউই আসলে খুব বেশি সুবিধা করতে পারেননি। একপ্রান্ত দিয়ে তিনি একা দলকে টেনে নিয়েছেন; রংপুরের ১৩২ রান অব্দি পৌঁছানোতে তার অবদান ছিল কতটা, সেটা অপর প্রান্তের ব্যাটারদের রানে চোখ রাখলেই যায় বুঝা-  আজমতুল্লাহ ওমরজাই (৪), নুরুল হাসান সোহান (১), সাকিব আল হাসান (২), শেখ মাহেদি (১২), রিপন মন্ডল (৮)।

১৩ বলে যখন ৩৭ রান প্রয়োজন তখন রংপুরের শেষ ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নেমেছেন হাসান মাহমুদ, নবির ৪২! ২৮ বলে নিজের অর্ধশতক পূরণ করেছেন, তবে শেষ অব্দি দলকে জেতাতে পারেননি। ৫০ রানেই হয়েছেন আউট, রংপুরও হেরেছে ২৮ রানে! খুলনার হয়ে ৩ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন দাশুন শানাকা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img