চার ম্যাচে চার জয়, টেবিল টপ খুলনা টাইগার্স। চলামান বিপিএলে সবচেয়ে কম ম্যাচ খেলা খুলনা এখন অব্দি হারেনি একটি ম্যাচও, তাঁকিয়ে পঞ্চম জয়ের দিকে। অপরদিকে ফরচুন বরিশাল টানা তিন হারের পর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সবশেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে; ৫ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে তামিম ইকবালের দল। সেরা চারে প্রবেশের অপেক্ষায়, সেক্ষেত্রে হারাতে হবে এনামুল হক বিজয়ের খুলনাকে।
সিলেট পর্বের শেষ দিনের খেলা শুরুর অপেক্ষায়। টসে জিতে ইতোমধ্যেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে খুলনা। বরিশাল দলেও এসেছে দুই পরিবর্তন; দুনিথ ভেল্লালাগের জায়গায় ফিরেছেন শোয়েব মালিক, প্রিতম হাসানের পরিবর্তে তাইজুল ইসলাম।
চলমান বিপিএলের ৬ নম্বর ম্যাচেও মুখোমুখি হয়েছিল দুই দল। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছিল খুলনা টাইগার্স।