১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

খেলার মাঠ আর রাজনীতির মাঠ এক নয়: মাশরাফী

- Advertisement -

রাজনীতির মাঠে বেশ সক্রিয় মাশরাফী বিন মোর্ত্তজা। পাঁচ বছর ধরে সংসদ সদস্যর দায়িত্ব পালন করেছেন। সেই সাথে ঘরোয়া লিগে নিয়মিত ক্রিকেট খেলেছেন। এবারও নড়াইল-২ আসন থেকে নির্বাচন করবেন তিনি। খেলার মাঠ আর রাজনীতির মাঠ এক নয় বলে মনে করেন মাশরাফী।

‘প্রথম আলো’-কে দেওয়া সাক্ষাৎকারে রাজনীতিবিদ হিসেবে অভিজ্ঞতার কথা জানিয়েছেন মাশরাফী। তিনি বলেন, “এই পাঁচ বছরে এমন অনেক কিছুই শিখেছি, যেটা সম্পর্কে আগে আমার কোনো ধারণা ছিল না। এখন আমি ফাইলের কাভার দেখে বলে দিতে পারি সেটা অনুমোদনে কতদিন সময় লাগবে। খেলার মাঠ আর রাজনীতির মাঠ এক নয়। এখানে প্রতিটা কাজের পেছনে শেষ পর্যন্ত লেগে থাকতে হয়। মানুষের পাশে পাশে থাকতে হয়”

জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানও এবার নির্বাচন করবেন। মাগুরা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এর ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সাবেক সতীর্থকে রাজনীতির মাঠে স্বাগত জানিয়েছেন মাশরাফী। সেই সাথে তার চাওয়া ক্রিকেট খেলে দেশকে যেমন অনেক কিছু দিয়েছে সাকিব। ঠিক তেমনি রাজনীতিতেও অলরাউন্ডারের মতোই কাজ করবেন।

মাশরাফী বলেন, “প্রথমত আমি সাকিবকে রাজনীতিতে স্বাগত জানাই এবং তার ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করি। সাকিব আমাদের দেশের সবচেয়ে বড় ক্রিকেটার। ক্রিকেট খেলেই দেশকে সে অনেক কিছু দিয়েছে। আমি নিশ্চিত, রাজনীতিতেও সাকিব অলরাউন্ডারের মতোই কাজ করবে। তার মাধ্যমে মাগুরাবাসীর স্বপ্ন পূরণ হবে”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img