১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

গায়কোয়াড়রা কতটা এগিয়ে, আফিফরা বুঝতে পারলেন কি?

- Advertisement -

৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২২ বলেই ভারতের স্কোরবোর্ডে ৫০ রান! আফিফ হোসেনরা নিজেদের সাথে রুতুরাজ গায়কোয়াড়-তিলক বার্মাদের ব্যাটিংয়ে পার্থক্য কতটা সেটা একবারের জন্যও খোঁজার চেষ্টা করেছেন কি না তা অজানা, তবে ভাবা উচিত।

বিশ্বকাপ চলমান, স্বাভাবিকভাবেই নিজেদের সেরা স্কোয়াড পাঠাতে পারেনি বাংলাদেশ-ভারত-পাকিস্তান-আফগানিস্তানের মতো দলগুলো। কিন্তু যারাই এসেছে, প্রত্যেকেই সেই সেই দেশের ভবিষ্যত। আর বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত ঠিক কোন অবস্থানে দাঁড়িয়ে, সেটা নিজেদের ব্যাটিং-বোলিং দিয়েই দেখিয়ে দিলো টিম ইন্ডিয়া।

বোলিং ইনিংসে বাংলাদেশের সাফল্য বলতে একটাই, প্রথম ওভারে রিপন মন্ডলের নেয়া যশস্বী জয়সোয়ালের উইকেট। শূন্য রানেই প্রথম উইকেট হারানোর পর ভারতের দুই ব্যাটার তিলক-গায়কোয়াড় যেই আক্রমণাত্মক মেজাজে খেলেছেন, এটাই আসলে আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেট।

৬৪ বল হাতে রেখে ম্যাচ জিতেছে ভারত; অধিনায়ক গায়কোয়াড় করেছেন ২৬ বলে ৪০* রান, তিলক বার্মার ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৫৫*। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ২৬ রানে নিয়েছেন ১ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img