বিশ্বকাপে খুব একটা হাসছিল না শুবমান গিলের ব্যাট। যদিও বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন একটি ৫৩ রানের ইনিংস। কিন্তু, নামটা গিল বলে ভারতীয় সমর্থকদের প্রত্যাশা থাকে বেশি। সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম্যান্স করে সেই জায়গাটা তৈরী করেছিলেন গিল। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটির দেখা পেয়েছেন। সেই সাথে ফিফটি করেছেন বিরাট কোহলিও। তাতেই কুশল মেন্ডিসের দলের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে ভারত।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই রোহিত শর্মার উইকেট হারায় স্বাগতিকরা। দিলশান মাদুশঙ্কার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর উইকেটে আসার পর থেকে আক্রমনাত্মক ব্যাটিং করেন কোহলি। কাসুন রাজিথা-দুষ্মন্ত চামিরাদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তিনি। ৫০ বলে ফিফটি পূর্ণ করেন কোহলি।
অন্যদিকে শুরুতে দেখেশুনে খেললেও সময় যত গড়িয়েছে স্বভাবসুলভ ব্যাটিং করেছেন গিল। অবশ্য ইনিংসের শুরুতে একবার বেঁচে গিয়েছেন তিনি। পুরো ইনিংসজুড়ে ঐ একটিমাত্র শট বাজে খেলেছেন গিল। ফিফটি পূরণ করার পথে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট খেলেছেন ভারতীয় ওপেনার। ৫৫ বলে ফিফটি পূরণ করেন গিল। প্রতিবেদন লেখা পর্যন্ত, ভারতের সংগ্রহ ১৯ ওভারে ১১৯ রান। গিল অপরাজিত আছেন ৫৩ রান করে, কোহলির সংগ্রহ ৫৩ রান।