বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগে ফিল্ডিংয়ে নেমে দারুণ করছে বাংলাদেশ। বিশেষ করে দুই স্পিনার সাকিব আল হাসন ও মেহেদী হাসান মিরাজ দারুণ ভুগিয়েছেন আফগানিস্তানের ব্যাটারদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, হাশমতউল্লাহ শহিদির দলের সংগ্রহ ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান।
ধর্মশালার উইকেট থেকে শুরুতে কোনো সুবিধা আদায় করে নিতে পারেননি তাসকিন আহমেদ-শরীফুল ইসলামরা। তাদের বাজে বল পেলেই বাউন্ডারিতে পরিণত করেছেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। ৫০ বলে ৪৭ রানের জুটি গড়েন তারা। সেট ব্যাটার ইবরাহিমকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন সাকিব। এরপর রহমত শাহকেও লিটনের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক।
উইকেটে আসার পর থেকেই ধরে খেলার চেষ্টা করেন হাশমতউল্লাহ শহিদি। গুরবাজের সাথে ৫৭ বলে ২৯ রানের জুটি গড়েন তিনি। মেহেদী হাসান মিরাজের বলে উড়িয়ে মারতে গিয়ে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দেন আফগান অধিনায়ক। প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৩৮ বলে ২ বাউন্ডারিতে ১৮ রান।
এরপর আফগানিস্তানকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন মুস্তাফিজুর রহমান। সেট ব্যাটার গুরবাজকে ফেরান তিনি। ৬২ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন আফগান ওপেনার।