২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

গোলাপি বলে প্রথম মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত!

- Advertisement -

টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দেয়া একরকম নিয়মই করে ফেলেছে অস্ট্রেলিয়া। কিন্তু এবার ব্যতিক্রম। প্রতিপক্ষ ভারত বলেই কি নতুন কৌশল নিয়েছে অজি টিম ম্যানেজমেন্ট? দল ঘোষণায় তারা অপেক্ষা করবে টস পর্যন্ত। অপরদিকে প্রথা ভেঙ্গেছে ভিরাট কোহলির ভারত। অ্যাডিলেড টেস্টের একদিন আগেই সম্ভাব্য একাদশ জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

দু’দলের চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অ্যাডিলেডে শুরু হচ্ছে বৃহস্পতিবার। দেশের বাইরে এই প্রথম গোলাপি বলে খেলতে নামছে কোহলিরা। অস্ট্রেলিয়া এ পর্যন্ত ৮ টি দিবারাত্রির ম্যাচ খেললেও ভারত খেলেছে মাত্র একটা। গেলো বছর বাংলাদেশের বিপক্ষে।

ক্রিকেট আঙিনার সেরা দুই দল টেস্টে নামার কয়েকদিন আগ থেকেই চলছে নানা জল্পনা। একাদশ কারা পাচ্ছেন জায়গা, দু’দলের ওপেনিং কারা, বোলিংয়ে গতির ঝড় তুলবেন কোন কোন পেসার কিংবা স্পিনে কে নেতৃত্ব দিবেন! এসব নিয়েই তুমুল আলোচনা।

ম্যাচের আগের দিন সব জল্পনার জবাব দিয়েছে বিসিসিআই। শুভমান গিলকে পিছনে ফেলে ওপেনিংয়ে জায়গা করে নিয়েছেন তরুণ প্রতিভা পৃথ্বী শ। গ্লাভস হাতে কে থাকবেন সেটা নিয়েও ছিলো ধোঁয়াশা। ঋষভের জায়গায় সে পজিশনে খেলবেন ঋদ্ধিমান সাহা। বুমরা-শামির সাথে তৃতীয় পেসার হিসেবে থাকছেন উমেশ যাদব। একমাত্র স্পিনার হিসেবে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন।

অপরদিকে অস্ট্রেলিয়া একাদশে তেমন একটা চমক থাকার কথা নয়। স্টিভেন স্মিথকে নিয়েই ছিলো যত দুশ্চিন্তা। মঙ্গলবার কোমরে ব্যথা পেয়ে অনুশীলনের মাঝখানেই মাঠ ছেড়েছিলেন। কিন্তু অজি টিম ম্যানেজমেন্টের সব দুশ্চিন্তা তাড়িয়েছেন স্মিথ। ম্যাচের আগের দিন পুরো সময় অনুশীলন করেছেন। একাদশে থাকছেন এটাও নিশ্চিত। তবে ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের জায়গায় কে খেলবেন তা নিয়ে আছে আলোচনা। জো বার্নসের সাথে জুটি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করা ম্যাথু ওয়েড।

এই সিরিজে একটি টেস্টই খেলবেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। স্ত্রী আনুশকা শর্মা সন্তান সম্ভবা হওয়ায় এই ম্যাচ খেলেই দেশে ফিরে যাবেন ভারতীয় অধিনায়ক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img