৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার

গোলকিপারের গাঁয়ে হাত তুলে স্টেডিয়াম থেকে নিষিদ্ধ সমর্থক

- Advertisement -

সেভিয়ার বিপক্ষে ইউরোপা লিগে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরে বাদ পড়তে হয়েছিল ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনকে। তবে প্রথম লেগে স্প্যানিশ দলটির বিপক্ষে ২-০ গোলে জিতলেও পরের লেগে ৩ গোল খেয়ে বসে পিএসভি। যার ফলে বাদ পড়ে যায় দলটি। তবে পিএসভিকে হারতে দেখে ম্যাচ চলাকালীন এক আশ্চর্যজনক কান্ড ঘটিয়ে বসেন তাদেরই এক সমর্থক।

ম্যাচের অনেকটা শেষের দিকে মাঠে ঢুকে সেভিয়া গোলকিপার মার্কো দিমিত্রোভিচকে ঘুষি মেরে বসেন তিনি। এর পরে সেভিয়ার এই সার্বিয়ান গোলকিপারও করেন পাল্টা আক্রমণ। যার ফলে শাস্তি পেতে হচ্ছে এই ২০ বছর বয়সী সমর্থককে।

পিএসভি ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “ইউরোপা লিগে সেভিয়ার বিপক্ষে মাঠে প্রবেশকারী ব্যক্তিকে ৪০ বছর নিষিদ্ধা স্টেডিয়ামে আসা নিষিদ্ধ করা হয়েছে, এমনকি স্টেডিয়ামে আশেপাশেও দুই বছরের মতো নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে আর্থিক জরিমানাসহ তিন মাসের কারাদন্ডও দেয়া হয়েছে”

এছাড়াও পিএসভি জানিয়েছে যে এই ফুটবল সমর্থককে নাকি এর আগেই ২০২৬ সাল পর্যন্ত ফুটবল স্টেডিয়ামগুলো থেকে নিষিদ্ধ করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img