এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইস্তিকললের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আল নাসর। ঘরের মাঠে পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের জালে বড় জড়িয়ে রিয়াদের ক্লাবটিকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। যা এই প্রতিযোগিতায় পর্তুগিজ তারকার প্রথম গোল।
এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে শাবাব আল আহলি ও গ্রুপপর্বে ইরানের ক্লাব পার্সেপোলিসের বিপক্ষে খেললেও গোল করতে পারেননি রোনালদো। তবে একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। এই প্রতিযোগিতায় গোল করতে বেশি সময় নিলেন না পর্তুগিজ তারকা। ইস্তিকললের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতির কথা জানিয়েছেন রোনালদো।
ম্যাচটি দারুণ ছিল উল্লেখ করে তিনি লেখেন, “দলের সবার জন্য ম্যাচটা দারুণ ছিল। এএফসি চ্যাম্পিয়নস লিগে ১ম গোল করতে পেরে আনন্দিত। আশা করি, আমরা জিততেই থাকব”
রোনালদো আল নাসরকে সমতায় ফেরানোর পর জোড়া গোল করেন তালিসকা জোড়া গোল করেন। তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াদের ক্লাবটি।