৭ জুন ২০২৩, বুধবার

গোল করে ভিনিসিয়ুসকে উৎসর্গ করলেন রদ্রিগো

- Advertisement -

ভিনিসিয়ুস জুনিয়রের সাথে বর্ণবাদী আক্রমণের পর বুধবার রাতে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। রায়ে ভায়েকানোর বিপক্ষে লা লিগার এই ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে একটি গোল করে ব্রাজিলিয়ান সতীর্থ ভিনিসিয়ুসকে উৎসর্গ করেছেন রিয়ালের আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো। ম্যাচটি রিয়াল জেতে ২-১ গোলে।

এই মৌসুমে এখন পর্যন্ত সাতবার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনি। সম্প্রতি ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে তাকে বর্ণবাদী আক্রমণ করেন ভ্যালেন্সিয়ার দর্শকরা। আর এতেই শুরু হয় ভিনির নিজেকে রক্ষা করার সংগ্রাম। এখন পর্যন্ত অনেক তারকা ফুটবলারসহ সাবেক তারকারা এই ব্রাজিলিয়ানের পাশে দাঁড়িয়েছেন। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ, পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে, রিয়াল সভাপতি পেরেজ, লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস অন্যতম।

রদ্রিগোর গোলে জয় পায় রিয়াল

এবার ভিনি পাশে পেলেন তার রিয়াল ও ব্রাজিলিয়ান সতীর্থ রদ্রিগোকেও। রায়ে ভায়েকানোর বিপক্ষে রিয়াল যখন ১-১ গোলো সমতায় ঠিক তখনি গোল করে রিয়ালকে ম্যাচ জেতান রদ্রিগো। গোল করে ভিনিকে উৎসর্গ করে ভিনির সাথে সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা দেন তিনি।

রদ্রিগো ম্যাচশেষে বলেন, “আমরা একসাথে অনেক কিছু অতিক্রম করেছি কারণ আমরা দুজনে খুব অল্প বয়সে ব্রাজিল ছেড়েছি। আমরা এই বিখ্যাত ক্লাবে এসেছি এবং সবকিছু জিতেছি, এটি খুবই দুঃখের যে আমাদের এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমি ভিনিকে স্যালুট দিতে চাই এবং ভিনি জানে যে, আমি তার সাথে আছি। আমরা একসাথে বর্ণবাদের বিপক্ষে লড়াই করবো” 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img