২৭ জুলাই ২০২৪, শনিবার

গ্রিন উইকেটে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

- Advertisement -

গেলো কয়েকটা টেস্ট ম্যাচে একাদশে একজন পেসার খেলিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটায় বেস্ট ইলেভেনে তিনজন ফাস্ট বোলার। পাল্লেকেলে’র গ্রিন উইকেট পেসারদের বাড়তি ফায়দা দেবে। এমন পিচে আগে ব্যাটিং নেয়াটা কি সঠিক সিদ্ধান্ত হলো কিনা সেটাই এখন বড় প্রশ্ন।

ওপেনিংয়ে সাইফের কাছে জায়গা হারিয়েছেন সাদমান তবে ওয়ান ডাউনে টিকে গেছেন শান্ত। ৬ ব্যাটসম্যানের সাথে ৫ জেনুইন বোলার বাংলাদেশের একাদশে। যার ফলে ব্যাটিং অর্ডারে এক ধাপ উন্নতি হয়েছে লিটন আর মিরাজের।

রাহী টেস্টে নিয়মিত কিন্তু সাদা পোষাকে তাসকিন ফিরেছেন প্রায় সাড়ে তিন বছর পর। ২০১৭ সালে সাউথ আফ্রিকায় খেলেছিলেন সবশেষ ম্যাচ।

বাংলাদেশ দলঃ তামিম,সাইফ,শান্ত,মুমিনুল (অধিনায়ক),মুশফিক,লিটন,মিরাজ,তাইজুল,রাহী,তাসকিন ও এবাদত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img