শেষ দশ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৮২ রান; ব্যাটিংয়ে সাকিব আল হাসান-মুশফিকুর রহিম। দুজনে মিলে ততোক্ষণে স্কোরবোর্ডে যোগ করে ফেলেছেন ৪১ রান। এক ওভার না পেরোতেই প্রথমবারের মতো বোলিংয়ে আসা ক্রিস গ্রিভসকে পেয়েই হেলমেটটা খুলে ফেললেন সাকিব; স্কটিশ লেগস্পিনারের শর্ট বলটাকে লেগে সজোরে ঘুরিয়ে মারতে গিয়ে বাউন্ডারী লাইনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে বিশ্বসেরা অলরাউন্ডার। ড্রেসিং রুমে ফেরার আগে করেছেন ২৮ বলে ২০ রান।
নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই স্কুপ করতে যাওয়া মুশফিককেও বোল্ড করে ড্রেসিং রুমে ফিরিয়েছেন গ্রিভস। ড্রেসিং রুমে ফেরার আগে মিস্টার ডিপেন্ডেবল করেছেন ৩৬ বলে ৩৮ রান। জয়ের জন্য শেষ ছয় ওভারে টাইগারদের প্রয়োজন ৬১ রান। বাংলাদেশের জয়ের পথে সবচেয়ে বড় বাঁধাটা বোধহয় এই মুহুর্তে গ্রিভসই। স্কটিশ লেগস্পিনারের বাঁধা পেরোতে পারবে তো বাংলাদেশ?