১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

ঘরের মাঠে আর্সেনালকে হারাতে পারেনি লিভারপুল

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের সাথে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। অলরেডদের সামনে সুযোগ ছিল পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বড়দিন উদযাপন করার। তার জন্য আর্সেনালকে অ্যানফিল্ডে হারাতেই হতো। তবে গানারদের বিপক্ষে জয় না পেলেও অ্যাস্টন ভিলাকে হটিয়ে দুইয়ে থেকে বড় দিন উদযাপন করবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার-দারউইন নুনিয়েজরা।

ম্যাচের শুরুতেই আর্সেনালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল। ঘরের মাঠে পিছিয়ে পড়ার পর গোল পরিশোধ করতে ২৫ মিনিটের বেশি সময় নেয়নি লিভারপুল। প্রথামার্ধের ২৯ মিনিটে মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ অলরেডদের সমতায় ফেরান।

১৮ ম্যাচে ৪০ পয়েন্ট আর্সেনালের। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট লিভারপুল ও ভিলার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকাতেই দুইয়ে লিভারপুল।

লিগের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে গোল দুটি করেন জ্যারড বোয়েন ও মোহামেদ কুদুস। লিগে তিন ম্যাচ ধরে জয়হীন ম্যানইউ। ওয়েস্ট হ্যামের কাছে হারের পর ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ওয়েস্ট হ্যাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img