ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ অ্যারেনাতে তুরস্ককে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। হ্যাটট্রিক করেছেন বার্সা তারকা মেমফিস ডিপে। ‘জি’ গ্রুপের ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের প্রথম ম্যাচে ম্যাচে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়েছিল বুরাক ইলমাজের তুরস্ক। ঘরের মাঠে তারই যেন প্রতিশোধ নিলেন ডিপে-ভার্জিল ফন ডাইকরা।
ম্যাচের প্রথম মিনিটে খেলাটা গুছিয়ে নেয়ার পূর্বেই গোল হজম করে বসে তুরস্ক; শুরুর ধাক্কটা দেয় ডাচ মিডফিল্ডার ডেভি ক্লাসেন। ডিফেন্ডারদের ভুলে ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয় তাদের। ম্যাচের ১৬তম মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন বার্সা ফরোয়ার্ড মেমফিস ডিপে। ক্লাসেনের ব্যাকহিলে পেনাল্টি বক্সের বাঁপ্রান্ত থেকে দুর্দান্ত এক শটে গোল করেন তিনি।
৩৮তম মিনিটে পেনাল্টি পায় নেদারল্যান্ডস; প্যানেনকা শটে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন বার্সা তারকা। ৪৪তম মিনিটে ডিফেন্ডার কাগলার লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় তুর্কি। ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভার্জিল ফন ডাইক-মেমফিস ডিপেরা।
দুইটি গোল প্রথমার্ধেই পেয়ে গেছেন ডিপে; দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নিলেন হ্যাটট্রিকটাও। ম্যাচের ৫৪ মিনিটে স্টিভেন বারগুইসের হেডে জালে জড়াতে যাওয়া বলটাতে মাথা লাগিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বার্সা তারকা। ৮০ মিনিটে মধ্যমাঠ থেকে টিউন কুপমাইনার্সের লম্বা পাসে বলটা পেয়ে তুরস্কের রক্ষণভাগ এবং গোলরক্ষককে বোকা বানিয়ে পঞ্চম গোলটি করেন ৬১ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা গুস টিল।
৯০ মিনিটে ডনিয়েল মালেনের গোলে ৬-০ তে এগিয়ে যায় ডাচরা। ৯২ মিনিটে করা সেঙ্গিজ আন্ডারের করা গোলটা জয়ের ব্যবধানটাই কমাতে পেরেছে মাত্র। ‘জি’ গ্রুপে ৬ ম্যাচে ৪ জয়, ১ ড্র এবং ১ হারে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নেদারল্যান্ডস; সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আরলিং হালান্ডের নরওয়ে।